Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
তিলাই ইউনিয়নের সকল সরকারী- বে-সরকারী, ধর্মীয় ও এনজিও প্রতিষ্ঠানকে গ্রাম আদালত আইনি সেবাগুলো সম্পর্কে সাধারন জনগনকে অবহতি করন প্রসঙ্গে ।
বিস্তারিত

 

 

 

৩নং তিলাই ইউনিয়ন পরিষদ কার্যালয়

উপজেলাঃ ভূরুঙ্গামারী, জেলাঃ কুড়িগ্রাম।

EmailEmail: tilai.uisc@gmail.com

 

 

 

স্মারক  নং- তিঃইউপি/ভূঃমারী/কুড়িঃ/২০১৯-১১                                            তারিখঃ ২৬/০২/২০১৯ খ্রিঃ     

 

প্রেরকঃ মোঃ ফরিদুর হক

          চেয়ারম্যান

          তিলাই ইউনিয়ন পরিষদ

          ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।

 

প্রাপকঃ  উপজেলা নির্বাহী অফিসার,

            ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।

 

বিষয়ঃ  ইউনিয়নের সকল সরকারী- বে-সরকারী, ধর্মীয় ও এনজিও প্রতিষ্ঠানকে গ্রাম আদালত আইনি   

          সেবাগুলো সম্পর্কে সাধারন জনগনকে অবহতি করন প্রসঙ্গে ।

 

     উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে আপনাকে জানানো যাচ্ছে যে, অত্র ইউনিয়নের সাধারন জনগন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক সেবা পায়, সে জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ সরকার বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করে স্থানীয় সরকার বিভাগ এর মাধ্যমে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায়) প্রকল্প বাস্তবায়ন করছে । আনন্দের সাথে জানাচ্ছি যে, ইউনিয়ন পরিষদের বিশেষ উদ্যোগে ইউনিয়নের শতভাগ জনগনকে গ্রাম আদালতের সেবাগুলো জানানোর জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহন করা হয়েছে । এমনকি অত্র ইউনিয়নের সকল সরকারী বে-সরকারী, ধর্মীয় ও এনজিও প্রতিষ্ঠানে বিচারিক আইনি সেবা জাতে সাধারন জনগন পায় এ ব্যাপারে সদা সর্বদা আলোচনা করা সহ প্রতি এলাকার মসজিদে ইমামদের মাধ্যমেও বহুল প্রচার করা হচ্ছে  এবং অত্র ইউনিয়নে মাইকিং এর মাধ্যমে সাধারন জনগনকে গ্রাম আদালত সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবগত করার ব্যবস্থা করা হচ্ছে ।

 

       ইহা আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হলো ।  

 

 

 

(মোঃ ফরিদুর হক)

চেয়ারম্যান                                                           তিলাই ইউনিয়ন পরিষদ                                                ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।

মোবা-০১৭১৬৩১৮৩০৭

 

 

 

 

 

 

 

ডাউনলোড
প্রকাশের তারিখ
17/02/2019
আর্কাইভ তারিখ
22/08/2019